ইউনিয়ন সমাজ সেবা অফিস মূলত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান। শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিসটি শ্রীনগর ইউনিয়ন পরিষদ ভবনে অবস্থিত।
ইউনিয়ন সমাজসেবা কার্যালয়ের উল্লেখযোগ্য কর্মসূচী হল- আর্থ-সামাজিক উন্নয়নে সেবা মুলক কার্যক্রমের মধ্যে পল্লী সমাজসেবা কাযক্রম, এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুর্নবাসন কার্যক্রম,সামাজিক নিরাপত্তা কর্মসূচীর মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম,মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ভাতা কার্যক্রম। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা,প্রতিপালন, উন্নয়ন ও পুর্নবাসন মুলক কার্যক্রমের আওতায় পতিবন্ধীতা সনদপত্র প্রদান। ভবঘুরে ও সামাজিক অপরাধ প্রবণদের উন্নয়ন ও পুনর্বাসন মুলক কার্যক্রমের আওতায় প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস। স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা সমুহকে নিবন্ধন ও সহায়তা কর্মসূচীর আওতায় নিবন্ধন ও তত্ত্বাবধান। বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থা সমুহকে অনুদান প্রদানে সহায়তা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমুহের সাথে কার্যক্রম পরিচালনা, নির্বাচন কমিশন কর্তৃক অপির্ত দায়িত্ব ছাড়াও জনকল্যাণে সামাজিক সমস্যা সমাধানে সহায়তা প্রদানসহ সরকারের নির্বাহী আদেশে অন্যান্য দায়িত্ব পালন।
সেবার ধাপ:
১। সকল ভাতা প্রাপ্তির জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা সমাজসেবা কর্মকর্তার নিকট আবেদন করতে হয়।
২। সকল আবেদনপত্র সংশ্লি ওয়ার্ড কমিটি এবং উপজেলা বাস্তবায়ন কমিটি কর্তৃক অনুমোদিত হওয়া।
৩। প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক অগ্রাধিকার তালিকা প্রাপ্ত হওয়ার পর উপজেলা বাস্তবায়ন কমিটি কর্তৃক অনুমোদন করে অগ্রাধিকার ভিত্তিতে ভাতা গ্রহিতা নির্বাচন করা।
সিটিজেন চার্টার | সেবা | সেবা গ্রহনকারী |
কার্যক্রম | (১) আর্থ-সামাজিক উন্নয়ন সেবা(সুদমুক্ত ঋণ)ঃ পল্লী অঞ্চলে দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নে মুল স্রোতোধারায় আনয়ন,সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরন্এবং দক্ষতা উন্নয়নের লক্ষে প্রশিক্ষন প্রদান। ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান,লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি ।
পল্লী অঞ্চলের দরিদ্র নারীদের সংগঠিত করে উন্নয়নের স্রোতধারায় আনয়ন,সচেতনতা বৃদ্ধি,উদ্ভুদ্ধকরন এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষন প্রদান। ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্ষ্রদ্রঋণ প্রদান, লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি। | আর্থসামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরের তালিকাভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদল সদস্য/সদস্যা সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জনূ ’ক’ ও ’খ’ শ্রেনীভুক্ত যার মাখা পিছু বার্ষিক পারিবারিক আয় সবোর্চ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত; সুদমুক্ত ঋণ ব্যতিত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ’গ’ শ্রেনীভুক্ত ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিরীক আয় ২৫ হাজার টাকার উর্ধ্বে।
পল্লী মাতৃকেন্দ্রের সদস্য সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ক ও খ শ্রেনীভুক্ত দরিদ্রতম ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ ব্যতিত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য গ শ্রেণীভুক্ত ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্ধ্বে।
|
পল্লী সমাজসেবা কার্যক্রম
পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম | ||
সামাজিক নিরাপত্তা সেবা
| সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান। এ জন্য নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের ২০১৩-২০১৪ অর্থ বছরে ৫,৭৭৬ জনকে জনপ্রতি মাসিক ৩০০/ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। বিধবা ভাতা কর্মসূচীতে ২০১৩-২০১৪ অর্থ বছরে ২,০৫২ জনকে প্রতি মাসে ৩০০/- হারে ভাতা প্রদান করা হচ্ছে। | দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদূর্ধ বয়সী হত দরিদ্র মহিলা বা পুরুষ, যার বার্ষিক গড় আয় ৩০০০/ টাকা। |
বয়স্ক ও বিধবা ভাতা কার্যক্রম | ||
কার্যক্রম অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা | সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্ক ভাতা কিংবা সরকার কর্তৃক সমাজের নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। এজন্য ২০১৩-২০১৪ অর্থ বছরে নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৫৮৫ জনকে ৩৫০/ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। | ৬ বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না, যিনি চাকুরীজীবি কিংবা পেনশনভোগী নন, প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাখাপিছু পারিপারিক আয় ২৪ হাজার টাকার কম। |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি | প্রাথমিক স্তর (১ম -৫ম)ঃ জনপ্রতি মাসিক ৩০০/ টাকা মাধ্যমিক স্তর(৬ষ্ঠ-১০ম) জনপ্রতি মাসিক ৪৫০/ টাকা উচ্চ মাধ্যমিক স্তর(একাদশ ও দ্বাদশ)ঃ জনপ্রতি মাসিক ৬০০/ টাকা উচ্চতর স্তর( স্নাতক ও স্নাতকোত্তর)ঃ জনপ্রতি মাসিক ১০০০/ টাকা। | সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উর্ধ্বে প্রতিবন্ধী ছাত্র -ছাত্রী, যাদের বার্ষিক মাথা পিছু পারিবারিক আয় ৩৬০০০/ টাকার নিচে। |
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা | সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান। ২০০৮-০৯ অর্থ বছরে প্রত্যেক অসচ্ছল মুক্তিযোদ্ধাকে মাসিক জনপ্রতি ৯০০/ টাকা হারে ভাতা প্রদান। | মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে দুটি তালিকায় অর্ন্তভুক্ত,সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস্ হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অর্ন্তভুক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। |
এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুর্নবাসন কার্যক্রম | ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা ক্ষুদ্রঋণ | এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ২০০০০/ টাকার নীচে। |
স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা সমুহ নিবন্ধন ও তত্ত্বাবধান
বেসরকারী এতিমখানাল ক্যাপিটেশন গ্রান্ট প্রদান | স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মুলক সংগঠন ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমুহ(নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবামুলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারী এতিমখানা/ক্লাব নিবন্ধন নিবন্ধন প্রাপ্ত সংগঠরেক গঠনতন্ত্র বা সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন,সাধারন ও কার্যকরী পরিষদ অনুমোদন মেয়াদান্তে নব-নিবাচিত কার্যকরী পরিষদ অনুমোদন, নিবন্ধন প্রাপ্ত সংগঠনের কার্য এলাকা একাধিক জেলায় সম্প্রসারণের অনুমোদন নিবন্ধন প্রাপ্ত সংগঠনে বিরুদ্ধে আনীত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ, নিবন্ধন প্রাপ্ত সংগঠনসমুহের কার্যক্রম তদারকী।
১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন স্নেহ- ভালবাসা ও আদর- যত্নের সাথে লালন পালন আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমুলক প্রশিক্ষন প্রদান শারীরিক বুদ্ধি বৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধনপুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। | স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মুলক কার্যক্রমে আগ্রহী সংগঠন প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা সমিতি ইত্যাদি।
বেসরকারী এতিমখানা ৫-৯ বৎসর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃমাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু। |
সমাজকল্যান পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থা সমুহে অনুদান প্রদানে সহায়তা |
সমাজসেবা অধিদফতর হতে ঘোষিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান সমুহে অনুদান বার্ষিক ৫০ হাজার হতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা অনুদান, শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদে সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান রোগী কল্যান সমিতি সমুহের জন্য ৫০ হাজার হতে ২ লক্ষ টাকা অনুদান নিবন্ধন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমুহের জন্য ৫ হাজার টাকা সাধারন অনুদান এবং আয়বর্ধক কর্মসূচীর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান, প্রতিষ্ঠান /সংগঠন/ সংস্থা/দুস্থ ব্যক্তিদের বিশেষ সর্বোচ্চ ২৫ হাজার অনুদান, আকস্মিক দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের জন্য জন প্রতি সর্বোচ্চ ১ হাজার টাকা। |
সমাজকল্যান পরিষদ থেকে নিম্নলিখিত প্রতিষ্ঠান /সংগঠনকে অনুদান প্রদান করা হয়। জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন,শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান দরিদ্র/ ক্ষতিগ্রস্থ ব্যক্তি নিবন্ধন প্রাপ্ত সাধারন স্বেচ্ছাসেবী সংগঠন। |
শ্রীনগর ইউনিয়ন সমাজসেবা অফিসের এর অবস্থানঃ
ঢাকা-মাওয়া মহাসড়কে দঃ পশ্চিমে ৩২ কি: মি: শ্রীনগর বাজার, এর পশ্চিমে সরকারী শ্রীনগর কলেজ সংলগ্ন
শ্রীনগর ইউনিয়ন সমাজসেবা অফিস অবস্থিত ।
প্রয়োজনে:
মোঃরাশীদুলহক
Designation:
ইউনিয়নসমাজকর্মী
শ্রীনগর ইউনিয়ন
মোবাইল নং:-০১৮১-৮০৩৫৩৬৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস